• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেফমুবিপ্রবিতে অনলাইনেই ফিশারিজ মাইক্রোবায়োলজির তত্ত্বীয় কোর্স সম্পন্ন

  বশেফমুবিপ্রবি প্রতিনিধি

১৩ মে ২০২০, ২১:৪১
বশেফমুবিপ্রবি
অনলাইন ক্লাস (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। আশঙ্কা দেখা দিয়েছে সেশনজটের। ঠিক এমন সময়ে দেশে অনলাইন শিক্ষার বিশাল দ্বার উন্মোচন করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)।

নতুন এই বিশ্ববিদ্যালয়টি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছয়টি বিভাগেই অনলাইনে পাঠদান চলছে। ছুটির পর যাতে শুধু সেমিস্টার পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিতে পারবে সেজন্য এ ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে করোনার ছুটির প্রভাব তাদের শিক্ষাজীবনে পড়বে না বলে মনে করেন উপাচার্য।

এদিকে অনলাইন প্লাটফর্ম ‘জুম’ এপ্লিকেশনের মাধ্যমে গত ৭মে ফিশারিজ বিভাগের ২য় বর্ষের ‘ফিশারিজ মাইক্রোবায়োলজি’ তত্ত্বীয় কোর্সের উদ্বোধন করেন বিভাগটির শিক্ষক সৈয়দ আরিফুল হক। বুধবার(১৩ মে) কোর্সটির পাঠদান সম্পন্ন হয়।

কোর্সটির তত্ত্বীয় বিষয়ের প্রায় ৭০ ভাগ ক্লাস ছুটির আগেই সম্পন্ন করা হয়। বাকি ৩০ ভাগ ক্লাস অনলাইনে নেওয়া হয়েছে। তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাসের লেকচার শিট ইতোমধ্যে পিডিএফ আকারে শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জুমে ক্লাস করার পাশাপাশি ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, নানা কিছুর মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

এ বিষয়ে তিনি দৈনিক অধিকারকে বলেন, ‘উপাচার্য মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ফিশারিজ মাইক্রোবায়োলজি (তত্ত্বীয়) কোর্সটির অবশিষ্ট অংশ সম্পন্ন করতে পেরে আমি খুবই আনন্দিত। এ কোর্সের অন্যান্য অধ্যায়গুলোর পাশাপাশি ভাইরাস এবং ইমিউনিটি অধ্যায়গুলো তাদের কাছে খুবই ভালো লেগেছে বলে আমি আশা রাখি, যা শিক্ষার্থীদের করোনাভাইরাস সম্পর্কে এবং এই পরিস্থিতিতে নিজেদের ইমিউনিটি কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে তাদের বিস্তারিত ভাবে জ্ঞান দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও তাদের পাঠদানের সার্বক্ষণিক খোজ-খবর নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে তা ম্যাসেজের/ভয়েস ম্যাসেজের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে।’

এছাড়াও কয়েকদিনের মধ্যে আবারও জুম অ্যাপের মাধ্যমে চাপটার ভিত্তিক রিভিউ ক্লাস নেওয়া শুরু হবে যা শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২য় বর্ষের শিক্ষার্থী সাবিত হাসান বলেন, ‘অনলাইনে ফিশারিজ মাইক্রোবায়োলজি কোর্সটা করে অনলাইন ক্লাস সম্পর্কে আমার যে নেতিবাচক ধারণা ছিল তা ভেঙ্গে গেছে। এতো সাবলীলভাবে স্যাররা ক্লাস গুলো নিয়েছেন যে, আমার মনেই হয়নি আমি অনলাইনে ক্লাস করছি। জুম অ্যাপের পাশাপাশি আমাদেরকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যুক্ত করে প্রয়োজনীয় বিষয়গুলো পুনরায় বুঝিয়ে দিয়েছেন। তিনি সম্পূর্ণ কোর্সটির আবার রিভিউ ক্লাস নিবেন যাতে আমাদের উক্ত কোর্সটিতে কোনো ধরনের সমস্যা না থাকে।’

আরও পড়ুন : অনলাইনে পাঠদান : বশেফমুবিপ্রবির উপাচার্যের ভার্চুয়াল মিটিং

আরেক শিক্ষার্থী সম্প্রীতি এনাম বলেন-‘ অনলাইন ক্লাসে ঠিক মতো সব টপিক গুলো বুঝতে পাচ্ছি। ক্লাসরুমে বসে ক্লাস করার থেকে কোনো অংশে কম না অনলাইন এ ক্লাস।বরং অনলাইন এ করা ক্লাস গুলো আরও ভাল হচ্ছে। কোনো নয়েজ হচ্ছে না, মনোযোগও ঠিক থাকছে। ’

মুন্তাসির মাহমুদ নামের একজন বলেন, ‘ফিশারিজ মাইক্রোবায়োলজি কোর্সটি পড়ে জীবন ঘনিষ্ঠ অনেক কিছু শিখতে ও জানতে পারছি। বিশেষ করে এই দুর্যোগময় সময়ে কীভাবে ইমিউনিটি তৈরি করা যায়, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি কী এবং প্রকারভেদ ইত্যাদি সম্বন্ধে বিস্তর ধারণা পেয়েছি এইসব ক্লাসে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড