• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীর কলেজ কর্মচারীদের রেশনকার্ড দিলেন কাউন্সিলর নাছির

  জিটিসি প্রতিনিধি

০২ মে ২০২০, ১৬:০২
সরকারি তিতুমীর কলেজ
খাদ্য সামগ্রী বিতরণ (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের মধ্যে সব যখন লকডাউন, তখন সবার মতো অনেকটা বিপাকে সরকারি তিতুমীর কলেজের কর্মচারীরা। তাদের কথা বিবেচনা করে এগিয়ে এসেছেন স্থানীয় কাউন্সিলর মো. নাছির। তার সহযোগিতায় প্রায় ৪০ জন স্টাফকে রেশন কার্ডের আওতাভুক্ত করেছেন বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল মাহফুজ।

কয়েকদিন আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাছির রাজধানীর তিতুমীর কলেজের সব স্টাফকে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। ছাত্রলীগ নেতা মাহফুজের তত্ত্বাবধানে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

মাহফুজ জানান, খাদ্যসামগ্রীর মধ্যে ৫ কেজি চাল দুই কেজি আলু এক কেজি ডাল এক কেজি তেল ও লবন ছিল। কলেজের ৪০ জন কর্মচারীকে তা প্রদান করা হয়। কলেজের মাঠে এসে আমরা তা পৌঁছে দেই। পরে রেশন কার্ডের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করি। স্থানীয় কাউন্সিলর আমাদের সহযোগিতা করেছেন।

তিনি বলেন, ‘কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কিছু করার চেষ্টা করছি। আন্তরিকতায় সবাই এগিয়ে আসলে সবই সম্ভব।’

আরও পড়ুন : অনলাইনে এক্সিলেন্স বাংলাদেশের ১ম জব হান্ট

তিতুমীর কলেজর চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সোহাগ বলেন, ‘করোনার কারণে কলেজের সব কিছু বন্ধ। পরিবার নিয়ে অনেকটা বিপাকে আছি। কেউ কিছু করতে পারছি না। এই মুহূর্তে কাউন্সিলর আমাদের পাশে দাঁড়িয়েছেন।’

মাহফুজ জানান, কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা প্রধানমন্ত্রী ঘোষিত রেশন সুবিধার আওতায় সবকিছু পাবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড