• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ

  চবি প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২০, ১৯:২৪
চবি
ত্রাণ বিতরণ (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাস্টাররোল ও দৈনিক ভিত্তিতে কর্মরত ১৮০ জন কর্মচারীর মাঝে ত্রাণ বিতরণ করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল জিমনেশিয়ামে ত্রাণ সামগ্রী তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রত্যেক কর্মচারীকে ১০ কেজি চাল, এক কেজি করে ডাল, পিঁয়াজ,আলু, চিনি, ছোলা ও একটি করে জীবাণুনাশক সাবান প্রদান করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টাররোল ও দৈনিক ভিত্তিতে কাজ করেন তাদের আর্থিক অনটনের কথা বিবেচনা করে তাদেরকে ত্রাণ সহায়তা দিয়েছি। বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ যাতে আর্থিক বা খাদ্যাভাবে কষ্ট না পায় তার জন্য এ ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।’

আরও পড়ুন : লকডাউনে বেশি ক্ষতির মুখে অসচ্ছল শিক্ষার্থীরা

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় প্রক্টর এস. এম মুনিরুল হাসান, সহকারী প্রক্টর হানিফ মিয়া, রামেন্দু পাড়িয়াল, আহসানুল কবীর পলাশসহ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড