• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে মাস্টার্সে ভর্তি স্থগিত

  ক্যাম্পাস ডেস্ক

১৩ এপ্রিল ২০২০, ১৬:৫৭
বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সেমিস্টারে মাস্টার্স কোর্সে ভর্তি করা হতো। এ বছর তা পরিবর্তন করে এপ্রিল-সেপ্টেম্বর ও অক্টোবর-মার্চ সেমিস্টার করা হয়। এক দফা সময় পরিবর্তন করে ২০ এপ্রিল মাস্টার্স কোর্সে ভর্তির সময় নির্ধারণ করা ছিল।

তবে এক বিজ্ঞপ্তিতে মাস্টার্স কোর্সে ভর্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে এপ্রিল-সেপ্টেম্বর সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের ৪২টি বিভাগ এবং ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটিতে (আইআইএফএস) মাস্টার্স কোর্সে ভর্তি কার্যক্রম স্থগিত করা হলো। ভর্তির তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন : অনির্দিষ্টকালের জন্য ইবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা

৫ এপ্রিল মাস্টার্স কোর্সে ভর্তির সময় নির্ধারণ ছিল। এর আগে ১ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে তা পরিবর্তন করে ২০ এপ্রিল করা হয়। তা ছাড়া সরকারের ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, দাপ্তরিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড