• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনলাইনে পরীক্ষা নেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

  ক্যাম্পাস ডেস্ক

০৪ এপ্রিল ২০২০, ১৭:৩৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে অনলাইনে সেমিস্টার পরীক্ষা নিতে যাচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

প্রথম ধাপে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের স্প্রিং সেমিস্টারের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১১ এপ্রিল এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

শনিবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কাজী আশফাক আহমেদ।

মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কাজী আশফাক বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আমরা অনলাইনের মাধ্যমে সেমিস্টার পরীক্ষার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী গত ১৪ দিন ধরে অনলাইনে ক্লাস কার্যক্রম চলছে।আর এবার অনলাইনে সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে।’

কাজী আশফাক আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর অনেক শিক্ষার্থী দেশের বাড়ি চলে গেছে। সেখানে ইন্টারনেটের গতি কম বা ইন্টারনেট সংযোগ নেই। এ কারণে মোবাইলের মাধ্যমে সেসব শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন : ভিডিওতে ফটোগ্রাফি স্কিল শেখাবে খুবির ফটোক্লাব

ইতোমধ্যে সব শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সবার কাছে পরীক্ষার রুটিন পাঠিয়ে দেয়া হয়েছে।’ ফ্যাকাল্টি এ পরীক্ষার আয়োজন করবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড