• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় অসহায়-গরীবদের পাশে ইবি শিক্ষকরা

  ক্যাম্পাস ডেস্ক

০৪ এপ্রিল ২০২০, ১৭:০০
ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সারা বিশ্বে লাশের মিছিল চলছে। এ ভাইরাস প্রতিরোধে লকডাউন চলছে দেশে দেশে। এতে খাদ্য সংকটে পড়েছে গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষ। এসব দুঃস্থদের অসহায়ত্বের কথা ভেবে একদিনের বেতন দান করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা।

শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষকদের দেওয়া এ টাকার পরিমাণ প্রায় ১০ লাখ হবে বলে জানা গেছে।

জানা যায়, বর্তমান গরীব দুঃস্থদের অসহায়ত্বের কথা ভেবে ইবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটি দুস্থদের মাঝে দান করার লক্ষ্যে শিক্ষকদের এক দিনের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেউ করোনায় আক্রান্ত হলে সভাপতি/সাধারণ সম্পাদককে অবহিত করার জন্য আহবান জানানো হয়।

আরও পড়ুন : অসহায়দের পাশে বশেমুরবিপ্রবির ১২৪ শিক্ষক

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতি আমরা সকলেই ব্যক্তিগতভাবে নিজ নিজ পরিসরে দুস্থ ও অসহায়দের সহায়তা করে আসছি। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড