• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা মোকাবেলায় এক দিনের বেতন দেবেন চবি শিক্ষকরা

  ক্যাম্পাস ডেস্ক

০২ এপ্রিল ২০২০, ১৪:৪৯
চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মূল বেতনের এক দিনের সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।

এপ্রিল মাসের বেতন থেকে এ সহযোগিতা করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক।

এ সহায়তা তিনটি খাতে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ দেওয়া হবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার দরিদ্র মানুষের খাদ্যসামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য খাতের জরুরি প্রয়োজনে স্বাস্থ্য কর্মীদের রক্ষার্থে পিপিই ও মাস্ক সরবরাহের জন্য।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা দিচ্ছে রাবি

এ বিষয়ে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, মহামারী পরিস্থিতিতে নাগরিক দায়িত্ববোধ থেকে এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ বিষয়ে অনলাইনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের কয়েক দফা সভা হয়েছে। পরিস্থিতির কারণে সাধারণ সভা করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, তবে আমরা এ প্রস্তাব শিক্ষকদের জানিয়েছি। কারও যদি এতে অসম্মতি থাকে তাহলে ৫ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড