• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা দিচ্ছে রাবি

  ক্যাম্পাস ডেস্ক

০২ এপ্রিল ২০২০, ১৪:৪৭
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (১ এপ্রিল) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড হাবীবুর রহমান।

তিনি বলেন, ‘করোনা মহামারিতে লকডাউন অবস্থায় খেটে খাওয়া মানুষ মূলত যারা দিন আনে দিন খায় তাদের বেশ কষ্ট হচ্ছে। এসব মানুষের কথা চিন্তা করে তাদের সাহায্যার্থে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে এ অর্থ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুন : করোনা প্রতিরোধে শিক্ষকরা যেসব ভূমিকা রাখতে পারেন

তিনি জানান, সকালে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় একটি মাত্র এজেন্ডা ছিল। এ এজেন্ডাতে কেউ দ্বিমত পোষণ করেননি। যেহেতু বিষয়টি পাশ হয়েছে হয়তো আজ কালকের মধ্যে এ অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে চলে যাবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড