• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা সচেতনতা ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  মোহাম্মদ অংকন

৩১ মার্চ ২০২০, ১৮:০৯
স্বেচ্ছাসেবী সংগঠন
গিফট ফর গুডের কার্যক্রম (ছবি : সংগৃহীত)

সাম্প্রতিককালে বৈশ্বিক মহামারির নাম ‘করোনাভাইরাস’। সংক্ষেপে কোভিড-১৯। বাংলাদেশেও এটি ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন। এটি মোকাবিলায় সরকারের নানাবিধ নির্দেশনা রয়েছে। রয়েছে বেসরকারি, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান।

সরকারের ডাকে সাড়া দিয়ে করোনাভাইরাস সচেতনতা ও সহযোগিতায় কাজ করছে একদল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। তারা চালু করেছে ‘গিফট ফর গুড’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি সহ দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ৫০ জনের অধিক শিক্ষার্থী নিয়ে গঠিত ‘গিফট ফর গুড’ সংগঠনটি।

করোনাভাইরাসের আতংকে দূরে সরিয়ে ইতোমধ্যে এই সংগঠন ঢাকা (মোহাম্মদপুর, সাভার), মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, নাটোর, ঠাকুরগাঁসহ দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ৫শ এরও বেশি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করেছে। শুধু তাই নয়, এসব জায়গায় এক হাজার হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে।

আরও পড়ুন : জেএসসি : ঢাকা বোর্ডে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

মৌখিকভাবে সরকারের সচেতনতার নির্দেশাবলী জানানোর মাধ্যমে সচেতন করছে এসব শিক্ষার্থীরা। ‘গিফট ফর গুড’ সংগঠনের হেড অব অপারেশন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম আশিক জানান, ‘দেশের যে কোনো সমস্যায় শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। করোনা সঙ্কট মোকাবিলায় আমাদের এসব কাজ তারই অংশ। আমরা কেবল দরিদ্র মানুষের হাতে খাবার, মাস্ক বা স্যানিটাইজার তুলে দিচ্ছি না, পাশাপাশি করোনা মোকাবিলায় তাদের সাহস যোগাতে চেষ্টা করছি। সচেতনতা বৃদ্ধিতে চেষ্টা করছি।’

লেখক : শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং , বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ঢাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড