• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা প্রতিরোধে কুবি ছাত্রলীগের নানা কর্মসূচি

  কুবি প্রতিনিধি

৩০ মার্চ ২০২০, ১৩:৫০
কুবি
কুবি ছাত্রলীগের নানা কর্মসূচি (ছবি : সংগৃহীত)

দেশ জুড়ে করোনাভাইরাস প্রতিরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে জনসেবামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে কুবি শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন।

এর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, মাস্ক বিতরণ, করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ, মাইকিং করে হোম কোয়ারেন্টাইন প্রবাসীদের সম্পর্কে সচেতন, জীবাণুনাশক স্প্রে ছিটানো, গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, নিরাপদ দূরত্বের জন্য অঙ্গন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিজের এলাকায় ভলান্টিয়ার হিসেবে কাজ করা।

সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি হয়ে জনজীবন সংকটাপন্ন করে তুলেছে। এ সময়ে একে অপরের পাশে দাঁড়ানো খুবই জরুরি। আমরা কুবি ছাত্রলীগ বরাবরই অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছি। এবারও আমি নিজে কাজ করার পাশাপাশি নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছি। মানুষের পাশে দাঁড়ানোই মনুষ্যত্ব এ কথার প্রমাণ দেখাতে চাই।’

আরও পড়ুন : মানবতার সেবায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় আমরা আমাদের সকল নেতাকর্মীকে বলেছি তোমরা তোমাদের যথাসাধ্য নিজ গ্রামে গিয়ে কাজ করো। আমরা নিজেরা কাজ করেছি এবং নেতাকর্মীদের কাজ করার জন্য সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ করেছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড