• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবির হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ

  বিজিসিটিইউবি প্রতিনিধি

২৬ মার্চ ২০২০, ১৬:২৫
বিজিসিটিইউবি
তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার (ছবি : সংগৃহীত)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (বিজিসিটিইউবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে ও বিজিসি ট্রাস্টের সহযোগিতায় হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিভিন্ন এলাকায় ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হয়।

এ হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ। এছাড়াও ছিলেন সহকারী অধ্যাপক জুয়েল মল্লিক ও ফার্মেসি বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ বলে, ‘বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম বৃদ্ধি পেয়েছে। আবার মজুত করে রাখার কারণে চাহিদা মোতাবেক এসব প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাচ্ছে না। যে কারণে মানবিক দিক বিবেচনা করে শিক্ষার্থীরা পেশাগত দায়িত্ব থেকে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে।’

আরও পড়ুন : করোনা সংকটে দিনমজুরদের পাশে চবির ব্যাংকিং বিভাগ

তিনি আরও বলেন, ‘এই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনে আর্থিক সহযোগিতা করায় বিজিসি ট্রাস্টকে ধন্যবাদ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড