• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৌলভীবাজার সরকারি কলেজ

শিক্ষার্থীদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  এমপিআই প্রতিনিধি

২৫ মার্চ ২০২০, ১৮:৩৫
স্যানি
হ্যান্ড স্যানিটাইজার বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনা মূল্যে বিতরণ করেছে মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২৫ মার্চ) কলেজের রসায়ন ক্লাবের উদ্যোগ রসায়ন গবেষণাগারে এ হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়।

হ্যান্ড স্যানিটাইজার তৈরি কার্যক্রমে উপস্থিত ছিলেন- কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল আলী, রসায়ন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক রফি উদ্দিন নিজাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন প্রমুখ।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিনা মূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন তারা। একই সঙ্গে আরও ৫০ লিটার হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে ক্লাবটি।

রসায়ন বিভাগের প্রধান রফি উদ্দিন নিজাম বলেন, ‘রসায়ন ক্লাবের উদ্যোগ করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কার্যক্রম চলছে। প্রথম অবস্থায় আমরা ১৫ লিটার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি, যা গরিব শ্রমিকদের মধ্যে বিতরণ করেছি। আমরা আরও ৫০ লিটার হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ গ্রহণ করেছি।’

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- রসায়ন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক রফি উদ্দিন নিজাম।

আরও পড়ুন : জরুরি সহায়তায় যবিপ্রবির হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

এ সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক আমান উল্লাহ আল মারুফ, রসায়ন ক্লাবের সদস্য মারুফ খান, আমিনুর রহমান, কুশল কান্তি দে, রিফাত ইসলাম রনি, অজয় কর্মকার, সৌরভ দাশ, চয়ন কৃষ্ণ দেব, দিগন্ত ভট্টাচার্য, তোফাজ্জাল হোসেন উজ্জ্বল, অনিক পাল বিশাল, মাহিদ মোস্তফা ও নাহিদুর রহমান ইমন প্রমুখ।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড