• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবিতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন

  চবি প্রতিনিধি

২৫ মার্চ ২০২০, ১২:৩৩
চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সরকারি সিদ্ধান্তে চট্টগ্রাম উত্তর জেলার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হচ্ছে। নির্মাণাধীন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ কোয়ারেন্টিন করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

তিনি বলেন, ‘সরকারি সিদ্ধান্তে ক্যাম্পাসে কোয়ারেন্টিন হচ্ছে। যেহেতু সরকারি সিদ্ধান্ত তাই সাধারণ জনগণের জন্য ডিন ও সিন্ডিকেট সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা রাজি হয়েছি।’

তবে ক্যাম্পাসে বসবাসকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকিতে পড়বেন কি না এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ক্যাম্পাসের এক পাশে অবস্থিত। আমরা কয়েকটি শর্তে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে রাজি হয়েছি।’

আরও পড়ুন : করোনা প্রতিরোধে ইবির হ্যান্ড স্যানিটাইজার

তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সময় যাতে কোনো ব্যক্তির আত্মীয়-স্বজন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেটা আমরা জানিয়েছি। এছাড়া কেউ আক্রান্ত হলে দ্রুত এখান থেকে সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে পরে সেনাবাহিনী পুরো হল স্যানিটাইজ করবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড