• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

  খুলনা প্রতিনিধি

২৪ মার্চ ২০২০, ১৩:৩৩
খুমেক
খুলনা মেডিকেল কলেজ (ছবি : সংগৃহীত)

প্রয়োজনীয় পার্সোনাল প্রকেটটিভ ইকুইপমেন্ট (পিপিই) পাওয়ার আশ্বাসে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত ৯টায় তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের যারা ডিউটিতে থাকবে তাদের পর্যাপ্ত পরিমাণে পার্সোনাল প্রকেটটিভ ইকুইপমেন্ট সরবরাহ করা হবে। এ আশ্বাস পেয়ে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। আগামীকাল থেকে কাজে যোগ দিব।’

এর আগে রবিবার (২২ মার্চ) দুপুর আড়াইটা থেকে তারা হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী দেখা বন্ধ করে দিয়েছিলেন। ওইদিন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. হাসান শাহরিয়ার জানিয়েছিলেন, কয়েকদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইন্টার্ন চিকিৎসকরা তাদের পার্সোনাল প্রকেটটিভ ইকুইপমেন্ট দাবি করলেও তারা ব্যবস্থা করেনি।

এছাড়া বাজারে সংকট থাকায় নগদ টাকা দিয়েও তা কেনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ঝুঁকি নিয়েই চিকিৎসা দিতে গিয়ে দুইজন ইন্টার্ন চিকিৎসক অসুস্থ হয়ে পড়েন। এ কারণে ভাইরাসজনিত রোগে সংক্রমিত হওয়ার ভয়ে প্রয়োজনীয় পার্সোনাল প্রকেটটিভ ইকুইপমেন্ট ছাড়া কোনো ইন্টার্ন চিকিৎসক ওয়ার্ডগুলোতে চিকিৎসা দিতে যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুন : ফেনী কলেজে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু

তবে খুমেক হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের সকল দাবি আমরা মেনে নিয়েছি। তাদের কর্মবিরতিতে থাকতে বারবার নিষেধও করেছি। তারা যা করেছে তা দুঃখজনক। আমাদের যথেষ্ট পরিমাণে চিকিৎসক রয়েছেন। তারা কাজ না করলেও কিছু আসে যায় না। কালকে যদি তারা কর্মে না ফেরে তবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড