• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁধনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ 

  জিটিসি প্রতিনিধি

২২ মার্চ ২০২০, ২২:৩৯
বাঁধন
স্যানিটাইজার তৈরি করছে বাঁধন (ছবি : দৈনিক অধিকার)

করোনা ভাইরাস মোকাবিলায় এবং সাধারণ শ্রমজীবী মানুষদের সচেতন করতে নিজেদের অর্থায়নে প্রস্তুতকৃত হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করেছে সরকারি তিতুমীর কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’।

রবিবার (২২ মার্চ) বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাঁধন অফিসে ৫০ মিলি বোতলের ১৭৫টি হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে বাধন কর্মীরা। পরে বিকালে কলেজের সাধারণ শিক্ষার্থী, কলেজের কর্মচারী, দিনমজুর, রিকশা চালক, ড্রাইভার, গার্ডসহ দরিদ্র জনগণের মাঝে বিতরণ করা হয়। একইসঙ্গে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার এবং করোনা ভাইরাস প্রতিরোধে কী কী করণীয় সেই ব্যাপারেও সচেতন করা হয়।

বাঁধন তিতুমীর কলেজ ইউনিটের উপদেষ্টা মো. শাহাবুদ্দিন বাবু বলেন, ‘বাঁধন সবসময় মানবতার কাজে নিয়োজিত থাকে। দেশের এ ক্রান্তিলগ্নে আমরা দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ এবং তাদের বর্তমান পরিস্থিতির জন্য সচেতন করছি।’ তিনি আরও বলেন, ‘বাঁধন সাধারণ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। তাই আমাদের কার্যক্রম সীমিত পরিসরে করতে হয়েছে। প্রশাসনিক সহায়তা পেলে এই কার্যক্রম ভবিষ্যতেও করা হবে।’

বাঁধনের সাধারণ সম্পাদক এনামুল হাসান বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান হতে এগিয়ে আসতে হবে। আতঙ্ক নয়, সচেতনতাই পারে এই সংকট দূর করতে।’

বাঁধনের সাবেক সভাপতি সানজিদা আফরোজ সোনিয়া বলেন, ‘অনেক মানুষ করোনা ভাইরাস সম্পর্কে জানেই না। আমরা স্যানিটাইজার বিতরণের পাশাপাশি তাদের এ ব্যাপারে সচেতন করেছি। তারা এটা খুব পজেটিভলি নিয়েছে। সবাই যদি এভাবে যারা এ বিষয়ে অজ্ঞ তাদের বিষয়টির ব্যাপারে সচেতন করে তাহলে আমরা এই সংকট মোকাবিলা করতে পারব।’

আরও পড়ুন : হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে ঢাকা কলেজের রসায়ন বিভাগ

কলেজের কর্মচারীরা জানান, দোকানে এখন কিছুই পাওয়া যায় না। যা আছে তার মূল্য খুব বেশি। এমন অবস্থায় তাদের এই কাজ আসলেই প্রশংসনীয়।

উল্লেখ্য, এর আগে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে লিফলেট লাগিয়ে প্রচারণা চালায় বাঁধন সরকারি তিতুমীর কলেজ ইউনিট।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড