• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে ফের অগ্নিকাণ্ড

  চবি প্রতিনিধি

২১ মার্চ ২০২০, ২১:১২
চবি
চবির পাহাড়ে অগ্নিকাণ্ড (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পাহাড়ে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক গাছপালা পুড়ে গেছে।

শনিবার (২১ মার্চ) বিকালে চবি ক্যাম্পাসের ঝর্ণার পাশে পাহাড়ে এ আগুন লাগে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল ইসলাম জানান, আমরা মাত্রই আগুন লাগা পাহাড় দেখে এসেছি। এ মুহূর্তে আমাদের কিছু করণীয় নেই। আগুন অনেক ওপরে। নিচের দিকে আসলে নেভানোর ব্যবস্থা নেব।

বারবার পাহাড়ে আগুন লাগার বিষয়ে তিনি জানান, বিভিন্ন কারণে আগুন লাগতে পারে। কিছুদিন আগে সিগারেট থেকে আগুন লেগেছিল। এবারও এমন কিছু হতে পারে।

উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বঙ্গবন্ধু হলের পেছনের পাহাড়ে আগুন দেখা যায়। এর আগে, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদের মধ্যবর্তী পাহাড়ে আগুন লাগে। এছাড়া আরও কয়েকবার বিভিন্ন পাহাড়ে ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড