• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা : ক্যাম্পাস ছাড়লেন রাবি ও রুয়েটের শিক্ষার্থীরা

  রাবি প্রতিনিধি

১৮ মার্চ ২০২০, ১৮:২৭
রাবি
ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় ক্যাম্পাস ছেড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

বুধবার (১৮ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয় দুটির আবাসিক হলগুলো বন্ধ করে দেওয়া হয়। এর আগে, সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় দুটি বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাবি ও রুয়েট সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) থেকে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত বিশ্ববিদ্যালয় দুটির অ্যাকাডেমিক কার্যক্রম এবং হলগুলো বন্ধ থাকবে। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় রুয়েটের এবং বিকাল ৪টায় রাবির হলগুলো বন্ধ করে দেওয়া হয়।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. রাসেল বলেন, ‘হল ও ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে। সেজন্য বাধ্য হয়ে রাজশাহী ছাড়তে হচ্ছে। করোনা ভাইরাসের ক্ষতি থেকে বাঁচতে জনসমাগম এড়িয়ে চলতে হবে। প্রশাসনও এভাবে হল বন্ধ করে দিয়েছে।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাফিল আলম বলেন, ‘সতর্কতা আর পূর্বপ্রস্তুতি থাকলে করোনার সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করবেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘করোনা আতঙ্কে রাবি এবং এর হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। আপাতত ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে পরবর্তী সিদ্ধান্ত নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে।’

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজনে মুজিববর্ষ

রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ১ এপ্রিল (বুধবার) রুয়েটের হল খুলে দেওয়া হবে।’ রুয়েট সম্পর্কে একই তথ্য জানান তিনি।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড