• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আতঙ্কেও খোলা পাবলিক লাইব্রেরি

  ক্যাম্পাস ডেস্ক

১৮ মার্চ ২০২০, ১৬:৫২
করোনা ভাইরাস
সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শাহবাগের পাবলিক লাইব্রেরি হিসেবে পরিচিত সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার এখনো খোলা রয়েছে।

ফলে সেখানে এখনো বিপুল সংখ্যক চাকরিপ্রত্যাশীরা পড়াশোনা করতে যাচ্ছেন। এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। নিয়মিত সেখানে ৮০০ থেকে ১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করলেও এখন ৩০০ থেকে ৪০০ জন পড়তে আসছেন।

লাইব্রেরিতে পড়তে আসা এক শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ১৬ মার্চ লাইব্রেরিতে পড়তে যাওয়া একজন করোনা ভাইরাসে আক্রান্ত, এমন তথ্য ছড়িয়ে পড়ে। এরপর পুরো লাইব্রেরিতে আতঙ্ক ছড়ায়। মুহুর্তেই ফাঁকা হয়ে যায় গোটা লাইব্রেরি।

আশিকুর রহমান নামে এক চাকরিপ্রত্যাশী বলেন, করোনা ভাইরাস নিয়ে সবার মধ্যেই আতঙ্ক আছে। তবে চাকরি পাওয়ার তাড়নাও আছে। এ কারণে অনেকেই লাইব্রেরিতে পড়তে আসছেন। এসময় একজনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আতঙ্ক ছড়ানোর কথাও স্বীকার করেন তিনি। তবে কাকে নিয়ে ওই আতঙ্ক তৈরি হয় সে বিষয়ে তথ্য দিতে পারেননি।

অবশ্য করোনা ভাইরাস থেকে লাইব্রেরিতে আগতদের সুরক্ষায় কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, লাইব্রেরিতে হাত ধোয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও বাড়ানো হয়েছে। তবে লাইব্রেরি বন্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন এ লাইব্রেরি পরিচালিত হয়।

আরও পড়ুন : র‌্যাগিংয়ের দায়ে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ১১ জনকে অর্থদণ্ড

জানতে চাইলে শাহবাগ গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুবকর সিদ্দিক বলেন, ‘আমরা লাইব্রেরিতে সবার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। তবে বন্ধের সিদ্ধান্ত সরকারের। সবাই উদ্বেগের মধ্যে আছে। তবে সরকারি সিদ্ধান্ত না আসলে কিছু করার নেই।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড