• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রীর মামলায় শাবি শিক্ষক গ্রেপ্তার

  শাবিপ্রবি প্রতিনিধি

১৬ মার্চ ২০২০, ১৫:১২
শাবিপ্রবি
রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান (ছবি : সংগৃহীত)

স্ত্রীর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের এক শিক্ষক।

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন। ঐ শিক্ষকের নাম অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি জসীম উদ্দিন বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় অভিযুক্তের স্ত্রীর দায়েরকৃত মামলায় ওয়ারেন্টের আসামি হিসেবে শনিবার (১৪ মার্চ) রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ১৫ মার্চ (রবিবার) বিকালে তাকে লক্ষ্মীপুর কোর্টে পাঠানো হয়েছে।

‘ড. মোস্তাফিজুর রহমানের সঙ্গে কয়েকবার দেখা করতে আসলেও তার সঙ্গে দেখা হয়নি’ উল্লেখ করে তার স্ত্রী জানান, ২০১৭ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে আমার স্বামী (ড. মোস্তাফিজ)। আমরা বিষয়টি সমাধানের জন্য পারিবারিকভাবে বসি। তারপরও সমাধান হয়নি। এমনকি একপর্যায়ে যোগাযোগও বন্ধ করে দেয় সে। এছাড়া একাধিকবার সিলেটে এসেও তার দেখা পাইনি।

আরও পড়ুন : বেরোবিতে করোনা সম্পর্কে গণসচেতনতামূলক প্রচার

উল্লেখ্য, পরবর্তী সময়ে বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১/গ ধারায় ফেব্রুয়ারির ১০ তারিখ শাবির এ শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী। ওই মামলায় ওয়ারেন্টের আসামি হিসেবে গ্রেপ্তার করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড