• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুবির ফার্মেসি বিভাগের উদ্যোগে বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার

  কুবি প্রতিনিধি

১৬ মার্চ ২০২০, ১৪:৪৮
হ্যান্ড স্যানিটাইজার
ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

করোনার সংক্রমণ প্রতিরোধে বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ।

সোমবার (১৬ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস, ঝুঁকিতে থাকা ৪টি আবাসিক হল এবং ১৯টি বিভাগে স্যানিটাইজার বিতরণ করা হয়। পরবর্তী সময়ে আরও বৃহত্তর পরিসরে এর উদপাদন করা হবে বলে জানান বিভাগটি চেয়ারম্যান।

বিভাগটির ছাত্র উপদেষ্টা প্রভাষক জয় চন্দ্র রাজবংশী বলেন, ‘করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই রোগ থেকে বাঁচতে হলে গুজব এড়িয়ে সতর্কতা বেশি প্রয়োজন। আমাদের ফার্মেসিতে একটা কথা আছে ‘চিকিৎসা থেকে প্রতিরোধ ভালো’ তাই আমাদের বিভাগের সবার সহযোগিতায় সবার জন্য মানবিকতা স্লোগানে হ্যান্ড স্যানিটাইজার তৈরি এবং বিতরণ করা হয়।’

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সৈয়দ কৌশিক আহমেদ বলেন, ‘আমাদের বিভাগটা এখনো অনেক ছোট তারপরও বৃহত্তর স্বার্থে আমরা এই উদ্যোগ গ্রহণ করি। বিভাগ এবং শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রাথমিকভাবে ২৯০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করি এবং আজকে বিতরণ করি।’

তিনি বলেন, ‘উপাচার্য স্যার আমাদের এই কাজের প্রশংসা করার পাশাপাশি আরও বৃহত্তর পরিসরে কাজ করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। যার ফলশ্রুতিতে আমরা আজকের মধ্যে আরও ১ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করব। যা আগামীকাল মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সবার কাছে বিতরণ করতে পারবো বলে আশা করছি।’

আরও পড়ুন : বুধবার থেকে বন্ধ হচ্ছে ইবি ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এ সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তায় ফার্মেসি বিভাগের এই উদ্যোগ অনেক ভালো। আমি ফার্মেসি বিভাগের সুচিন্তা এবং কাজকে সাধুবাদ জানাই। করোনা সতর্কতায় যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড