• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিরাপদ সড়কের দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

  পবিপ্রবি প্রতিনিধি

১৬ মার্চ ২০২০, ১৪:২৬
পবিপ্রবি
পবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন করেন।

গত শনিবার অ্যানিম্যাল হাজবেন্ড্রির ৬ষ্ঠ ব্যাচের মেধাবী ছাত্র শেখ ইনজামামুল হক রাসেল সড়ক দুর্ঘটনায় মারা যান। মানববন্ধনে শিক্ষার্থীরা দায়ী ব্যক্তিদের যথোপযুক্ত শাস্তি দাবি করেন এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন।

শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়ত এমন শত শত মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। যতদিন এ সড়ক দুর্ঘটনা কমানো যাবে না ততদিন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই সরকারের উচিত এ দিকে নজর দেওয়া।

উল্লেখ্য, গত শনিবার খুলনা-মাওয়া মহাসড়‌কের বা‌গেরহাট জেলার ফ‌কিরহাট উপ‌জেলার কাকডাঙ্গা এলাকায় যাত্রীবা‌হী বাস ও লোহার রড‌বোঝাই ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘর্ষে নারীসহ আটজন নিহত এবং ২২ জন আহত হ‌য়ে‌ছেন। নিহতরা সবাই বাসযাত্রী ব‌লে জানা‌ গে‌ছে।

আরও পড়ুন : করোনা সতর্কতায় নোবিপ্রবি বন্ধ ঘোষণা

রাসেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র ছিলেন। নিজ বাসা থেকে ক্যাম্পাসে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার স্বীকার হন। তিনি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের আবাসিক ছাত্র ছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড