• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজে মুজিববর্ষের শিশু সমাবেশ স্থগিত

  ডিসি প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ২২:৩০
ডিসি
ঢাকা কলেজ ক্যাম্পাস (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা কলেজে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক স্থিরচিত্র প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ ও ১৭ মার্চ কলেজ প্রাঙ্গণে ও শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে মুজিববর্ষের অন্য অনুষ্ঠান এবং ১৮ মার্চ প্রীতি ক্রিকেট ম্যাচ কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : নিয়োগ জালিয়াতির অভিযোগ নিয়ে দুদকে কুবি শিক্ষার্থী

এ বিষয়ে মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক শামীম আরা বেগম বলেন, ‘করোনা ভাইরাস সংক্রামণের ঝুঁকি এড়াতে শিশু সমাবেশ ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক স্থিরচিত্র প্রদর্শনী বিষয়গুলো সংশোধনী বিজ্ঞপ্তিতে বাদ দেওয়া হয়েছে৷ কারণ শিশু সমাবেশে প্রায় এক হাজারের বেশি লোক সমাগম হবে, সেখানে শিশুদের সংখ্যাই বেশি থাকবে। তাই ঝুঁকি এড়াতে প্রোগ্রামগুলো মূল কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে৷’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড