• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিয়োগ জালিয়াতির অভিযোগ নিয়ে দুদকে কুবি শিক্ষার্থী

  কুবি প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ২২:১৫
কুবি
বামে কুবি ক্যাম্পাস, ডানে অভিযোগকারী শিক্ষার্থী (ছবি : দৈনিক অধিকার)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিয়োগ জালিয়াতি ও সনদ উত্তোলন ফি নিয়ে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

রবিবার (১৫ মার্চ) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মো. তারেক রহমান এই অভিযোগ করেন।

অভিযোগপত্রে দুর্নীতির বিষয়ে প্রকাশিত কিছু জাতীয় দৈনিকের হেডলাইন কোড করে নিয়োগ জালিয়াতি, প্রকাশিত নিয়োগের ফলের সঙ্গে অনলাইনে প্রকাশিত আসন বিন্যাসের বৈসাদৃশ্য, সমাবর্তনের ফি দিয়ে সনদ নিতে হবে এমন কয়েকটি অভিযোগ আনা হয়।

অভিযোগপত্রের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের জানান, সনদের ফি আমরা সমাবর্তনের সময় যেভাবে বলেছিলাম সেভাবে নিচ্ছি না।

কত টাকা সনদ ফি নিচ্ছেন প্রশ্ন করলে বিষয়টি তিনি এড়িয়ে যান।

অন্যদিকে নিয়োগ জালিয়াতি বিষয়ে রেজিস্ট্রার বলেন, আগের দিন সিটপ্ল্যান চেঞ্জ করে কয়েকজনকে সুযোগ দেওয়া হয়।

আরও পড়ুন : নোবিপ্রবিতে ন্যানোটেকনোলজি শীর্ষক সেমিনার

এ বিষয়ে তারেক রহমান জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের ফি দিয়ে সনদ নেওয়া, বিগত কয়েক দফা নিয়োগে অনিয়মের অভিযোগ, সর্বশেষ কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন মনে করি। কিন্তু বিভিন্ন সময়ে কর্তাব্যক্তিদের নিকটে জানতে চাইলেও তারা কোনো সদুত্তর দেন না। তাই এবার সরাসরি দুদকের দ্বারস্থ হলাম। আমি চাই সত্য বেরিয়ে আসুক।

উল্লেখ্য, সম্প্রতি কর্মচারী ও শিক্ষক নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সমালোচনা হয়েছে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড