• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা : চুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন 

  চুয়েট প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ১৯:৪০
চুয়েট
চুয়েট ক্যাম্পাস (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে চুয়েটের বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিরা (সিআর) আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেন।

এক জরিপে জানা গেছে, রবিবার (১৫ মার্চ) বিকাল পর্যন্ত প্রায় এক হাজার শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে গেছেন।

আরও জানা গেছে, এ দিন বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের টার্ম পরীক্ষা, ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের ফাইনাল ল্যাব টেস্ট, ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন, ভাইভা হওয়ার কথা ছিল। শনিবার (১৪ মার্চ) রাতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা আসায় কোনো শিক্ষার্থীই অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নেননি। শিক্ষার্থীরা পরীক্ষা পুনঃসূচির আবেদন জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়ে নিজ নিজ বিভাগে লিখিত দিয়েছে।

রবিবার সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, ক্যান্টিন, লাইব্রেরি শিক্ষার্থীশূন্য। দুই একজন শিক্ষার্থীকে দেখা গেলেও তারা সবাই বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷

তারা জানান, বিশ্বের প্রায় ১৫০টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই আমরা নিজেদের সুস্থ রাখতে এবং আমাদের মাধ্যমে যেন অন্য মানুষের মধ্যে এ ভাইরাস ছড়িয়ে না যায়, সে জন্য বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে রবিবার (১৫ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিট থেকে ৩য় বর্ষের শিক্ষার্থীদের টার্ম ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার হলগুলো ঘুরে কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি।

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মশিউল হক বলেন, ‘করোনা ভাইরাস সারা বিশ্বের জন্যই চিন্তার বিষয়। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে না কি খোলা থাকবে সে সিদ্ধান্ত আমরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নিবো।’

আরও পড়ুন : ফল পুনঃমূল্যায়নের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

শিক্ষার্থীদের হল ছাড়ার বিষয়ে তিনি জানান, শিক্ষার্থীরা এর আগেও বিভিন্ন সময় ক্যাম্পাস ছেড়ে গিয়েছে। এ বিষয়ে আসলে আমাদের কিছু বলার নেই।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড