• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজের পরিবহন পুলে নতুন ৪ বাস

  ডিসি প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ১৬:৩৮
ডিসি
ঢাকা কলেজে নতুন বাসের উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে ঢাকা কলেজের পরিবহন পুলে নতুন চারটি বাস যুক্ত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে লাল ফিতা কেটে বাসগুলোর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার পক্ষ থেকে ঢাকা কলেজকে এ চারটি নতুন বাস উপহার দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মঈনুল হোসেন ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার প্রমুখ।

অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা অত্যন্ত খুশি যে শেষ পর্যন্ত নতুন বাস পেলাম। এতে আমাদের পরিবহন ব্যবস্থাপনা আরও সমৃদ্ধ হলো। যদিও চাহিদার তুলনায় বাসের সংখ্যা এখনো কম। তবুও কলেজের পরিবহন পুলে নতুন চারটি বাস যোগ হওয়ায় পরিবহন সংকট অনেকাংশে কমে যাবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি আজ বাস্তবে পূরণ হয়েছে। এসব আপনাদের সম্পদ। এ সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণও সকলের দায়িত্ব।

এ সময় চারটি নতুন বাস উপহার দেওয়ায় মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নতুন চারটি বাস পেয়ে উল্লসিত কলেজের শিক্ষার্থীরা। এ ব্যাপারে শিক্ষার্থী নাজমুস শাহাদাত সাকিব বলেন, আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল পরিবহন পুলে বাসের সংখ্যা বৃদ্ধি করা। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমরা চাই কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে বাসগুলো পরিচালনা করবে, এতে করে সাধারণ শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে।

আরও পড়ুন : করোনা : ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত জবি শিক্ষার্থীদের

প্রসঙ্গত, গেল বছরের ৫ নভেম্বর ঢাকা কলেজে ‘আপন আলোয়, একক বক্তৃতা’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা লাঘবে চারটি বাস উপহারের ঘোষণা দেন আব্দুল কাদির মোল্লা।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড