• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আতঙ্কে বেরোবি শিক্ষার্থীরা, নীরব প্রশাসন

  বেরোবি প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ১৩:৪২
বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী মরণঘাতী রূপ নিয়েছে ‘করোনা ভাইরাস’। দ্রুত ছড়িয়ে যাচ্ছে সারাবিশ্বে। এতে আতঙ্কে দিনানিপাত করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ক্যাম্পাস বন্ধের দাবিও করছেন অনেকে। কেউ কেউ বলছেন একটি জীবনের দাম অনেক। তাই প্রশাসনের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা। বিশ্বের বিভিন্ন দেশে সকল রেস্তোরাঁ, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ রোগের প্রকোপ না কমা পর্যন্ত তাই ক্যাম্পাস বন্ধ চায় শিক্ষার্থীরা।

এ দিকে প্রশাসন বলছে দেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। তাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সরকার কিছু না বললে আমরা কিছু বলতে পারব না।

বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থী আমিরুল ইসলাম সৈকত বলেন, ‘আমরা ৫০-৬০ শিক্ষার্থী এক রুমে গাদাগাদি করে ক্লাস করি, পরীক্ষা দেই। এতে করে যদি কেউ করোনায় আক্রান্ত হয় তাহলে এটি সবার মাঝে দ্রুত ছড়িয়ে যাবে। তাই প্রশাসনের কাছে আমার দাবি যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পাস বন্ধ করা হোক। আমি চাই সবাই সুস্থ শরীরে বাড়ি ফিরে যাক।’

এরশাদ হোসেন নামের দশম ব্যাচের আরেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার পক্ষে অবস্থান করছি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলে বাতাসের চেয়ে দ্রুততম সময়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে। কারণ সবার জানা।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা অধিকাংশ মেসে ৪০-৫০ জন এবং হলগুলোতে ৩০০-৪০০ জন করে থাকি। একই সঙ্গে বসে খাই। আক্রান্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসলে সেটি আরও বেশি ভয়াবহ হবে। তখন অনেকেই করোনা ভাইরাস বহন করে বাড়িতে যাবে। বিষয়টি এখনই গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসেছে। শুধু তা-ই নয়, বিশ্ববিদ্যালয়ের অবস্থান মোতাবেক করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি। আশা করি, শিক্ষক মহোদয় এবং আমাদের ওপরে থাকা গুরুজনেরা এর যথাযথ মূল্যায়ন করবেন এবং অবিলম্বেই এই যৌক্তিক চাওয়ার প্রতিফলন হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তাবিউর রহমান প্রধান বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। পরিবেশে-পরিস্থিতি বুঝে দেশব্যাপী আরও বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন : শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট

এ ব্যাপারে উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।’

করোনার কারণে ক্যাম্পাস বন্ধ হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি দৈনিক অধিকারকে বলেন, ‘এই মুহূর্তে এটা বলা যাবে না। সরকার এখনো ভাবছে না। আসলে সরকার যে সিদ্ধান্ত নিবে সেটি অনুযায়ী আমরা চলব।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড