• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানারাতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট শুরু

  এমআইইউ প্রতিনিধি

১৪ মার্চ ২০২০, ২১:২১
অডিটোরিয়াম
অডিটোরিয়ামে সিএসই ফেস্ট (ছবি : সংগৃহীত)

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট শুরু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ফেস্টের উদ্বোধন করা হয়।

ফেস্টে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হফিজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান শাহ আবদুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে ট্রাস্টি সদস্য অধ্যাপক এটিএম ফজলুল হক, অধ্যাপক ড. এম. উমার আলী ও অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেস্টে ‘ইন্ট্রোডাকশন টু ম্যাথম্যাটিকস, প্রোগ্রামিং অ্যান্ড অ্যালগরিদম’ শীর্ষক সেমিনারে আলোচনা করেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ও বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. কায়কোবাদ।

সেমিনারের প্রথমদিনে সাভার ও আশুলিয়া অঞ্চলের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে গণিত অলিম্পিয়াড ও আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন প্রোজেক্ট উপস্থাপন করা হয়।

আরও পড়ুন : কুয়েটে ‘কি পারফরমেন্স ইনডিকেটর : কুয়েট পার্সপেক্টিভ’ কর্মশালা

ফেস্টের দ্বিতীয় দিনের আয়োজন হিসেবে রয়েছে- ‘ডিফেন্ডিং অ্যাগেইনস্ট ক্রিপ্টো র‌্যান্সোমওয়ার’ শীর্ষক সেমিনার, প্রোগ্রামিং প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, রোবট তৈরি প্রতিযোগিতা, ক্যারিয়ার আড্ডা, পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড