• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ

করোনা আতঙ্কে ঢাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

  ঢাবি প্রতিনিধি

১৪ মার্চ ২০২০, ১৯:৪০
ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে আগামীকাল রবিবার (১৫ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা।

তবে ঢাবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন, আগামীকাল স্বাভাবিক নিয়মেই ক্লাস-পরীক্ষা চলবে।

অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোমিনুল ইসলাম জানান, অনেক শিক্ষার্থী একসঙ্গে ক্লাস করায় করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমরা ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। ৬৫১ জন শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোমিনুল আরও জানান, আমরা অনলাইন জরিপ চালিয়েছিলাম। এ জরিপে বিভাগের শিক্ষার্থীরা তাদের উন্মুক্ত মত দিয়েছে। এর ওপর ভিত্তি করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমাদের কাছে ৬৫১ জন শিক্ষার্থীর স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরের ফাইল বিভাগের চেয়ারম্যানের নিকটে আমরা জমা দিয়েছি।

অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নকিব বলেন, আমরা সবাই মিলে এ সিদ্ধান্ত নিয়েছি। এ রকম সংকটময় মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ থাকলেও আমরা থাকতে পারি না। এ কারণে সিনিয়রদের সঙ্গে আলোচনা করে আমরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন : জাবিতে মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

এ ব্যাপারে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. শফিক উজ জামান জানান, শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়টি শুনেছি। তবে তারা আমাদের সঙ্গে কথা না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিবেশ সৃষ্টি হয়নি। তাই শিক্ষার্থীদের এমন সিদ্ধান্ত অযৌক্তিক। আমরা অ্যাকাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল (রবিবার) বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা আছে, সেটি যথাসময়ে নেওয়া হবে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড