• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবি মুক্তমঞ্চের নামকরণ ‘মুজিবমঞ্চ’

  জবি প্রতিনিধি

১৪ মার্চ ২০২০, ১৮:২২
জবি
জবির মুজিবমঞ্চ, ইনসেডে জবির লগো (ছবি : সম্পাদিত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনির্মিত মুক্তমঞ্চের নামকরণ ‘মুজিবমঞ্চ’ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুক্তমঞ্চের নামকরণ ‘মুজিবমঞ্চ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ছোট্ট ক্যাম্পাস, যা করার এখানেই করতে হবে। মূলত মুজিববর্ষের প্রোগ্রাম সুষ্ঠুভাবে করার জন্যই ‘মুজিবমঞ্চ’ করা হয়েছে।

আরও পড়ুন : করোনা নিয়ে বাঁধন ববি শাখার সচেতনতামূলক সভা

জানা গেছে, ২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার ১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য কোনো উন্মুক্ত স্থান বা মুক্তমঞ্চ ছিল না। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভাগের সংস্কৃতিমনা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবায়নে উন্মুক্ত একটি মঞ্চ স্থাপনের দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে মুক্তমঞ্চ স্থাপন করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড