• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবি শিক্ষার্থীকে হেনস্তাকারী ব্যবসায়ী কারাগারে

  ক্যাম্পাস ডেস্ক

১৩ মার্চ ২০২০, ১৯:১৭
মানসিক হেনস্তা
গ্রেপ্তারকৃত ফল ব্যবসায়ী আনোয়ার (ছবি : সংগৃহীত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার ঘটনায় জড়িত ফল ব্যবসায়ী আনোয়ারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিন দিনের রিমান্ডের দ্বিতীয় দিন আনোয়ার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এজন্য মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই শাহাদাত হোসেন আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। কিন্তু আদালতে গিয়ে আনোয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। এরপর আদালত তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৬ মার্চ জবি ক্যাম্পাস সংলগ্ন কলতাবাজার এলাকা অতিক্রম করার সময় মোটরবাইকে করে দুই যুবক ওই শিক্ষার্থীর পিছু নিয়ে তাকে শারীরিক ও মানসিক হয়রানি করে। পরে ওই শিক্ষার্থীর তৎপরতায় ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করা যায়। সেই সিসিটিভি ফুটেজে নিপীড়নের প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন : কুবির ডিন পদের স্থগিতাদেশ প্রত্যাহার

এ ঘটনায় ৬ মার্চ ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রাপুর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে গত ৮ মার্চ রাতে আনোয়ারকে গ্রেপ্তার করে সূত্রাপুর থানা পুলিশ। পরের দিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড