• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুবির ‘কটকা ট্রাজেডি’ আজ 

  ক্যাম্পাস ডেস্ক

১৩ মার্চ ২০২০, ১০:১০
খুবি
স্মৃতিসৌধ ও কটকা ট্র্যাজেডিতে নিহতরা (ছবি : সংগৃহীত)

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘কটকা ট্রাজেডি’ আজ শুক্রবার (১৩ মার্চ) পালিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টা ৪৫ মিনিটে কালোব্যাজ ধারণ, সকাল ১১টায় শোক র‌্যালি, সকাল ১১টা ১৫ মিনিটে কটকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টা ৪৫ মিনিটে কটকা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা, দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন, জুমার নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা, এরপর এতিমদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ, বিকাল ৫টা ৩০ মিনিটে শোকসভা ও স্মৃতিচারণ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদীপ প্রজ্বলন এবং সন্ধ্যা ৭টায় তথ্যচিত্র প্রদর্শন।

উল্লেখ্য, ২০০৪ সালের ১৩ মার্চ সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে যান খুবির স্থাপত্য ডিসিপ্লিনের ৯ শিক্ষার্থী এবং বুয়েটের ২ শিক্ষার্থীসহ মোট ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপর থেকে প্রতিবছর এ দিনটি খুবির ‘কটকা ট্রাজেডি’ শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আরও পড়ুন : নিজ ক্যাম্পাসেই নিপীড়নের শিকার কুবি শিক্ষার্থী!

খুবির ওই ৯ শিক্ষার্থী হলেন- আরনাজ রিফাত রূপা, মো. কাওসার আহমেদ খান, মো. মাহমুদুর রহমান, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মাকসুমুল আজিজ মোস্তাজী, মো. আশরাফুজ্জামান, আব্দুল্লাহ হেল বাকী, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. তৌহিদুল এনাম।

এছাড়া বুয়েটের দুই শিক্ষার্থী হলেন- সামিউল ও শাকিল।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড