• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহী বিশ্ববিদ্যালয়

করোনা আতঙ্কে ছায়া জাতিসংঘ সম্মেলন স্থগিত

  রাবি প্রতিনিধি

১২ মার্চ ২০২০, ২০:০৪
রাবি
সংবাদ সম্মেলন (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস আতঙ্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২০’ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু।

লিখিত বক্তব্যে তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২০ একটি বিশাল জনসমাগম সম্মিলিত অনুষ্ঠান। এ সংগঠনের কাছে অংশগ্রহণকারীরা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। তাই তাদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সম্মেলনের পরবর্তী সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : নোবিপ্রবিতে এনএসটিইউএসসি সাইন্স ফিস্টা

এ সময় সংস্থাটির সভাপতি সাকিব আহমেদ, সাধারণ সম্পাদক শারমিন রিতুসহ সংগঠনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৯-২২ মার্চ বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা। এ বছর সম্মেলনে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড