• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি অ্যাসুরেন্স কর্মশালা

  ইবি প্রতিনিধি

১১ মার্চ ২০২০, ১৬:২৮
ইসলামী বিশ্ববিদ্যালয়
কর্মশালায় বক্তব্য রাখছেন ইবি উপাচার্য (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্টেক হোল্ডারর্স ওয়ার্কশপ অন কোয়ালিটি অ্যাসুরেন্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগ থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আইকিউএসির আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

উপাচার্য বলেন, ‘তোমাদের এক একজনকে দক্ষ মানব সম্পদে পরিণত হতে হবে। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেই উপযোগী করে তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। পাশাপাশি একুশ শতকের উপযোগী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে তার একটি প্রকৃষ্ট উদাহরণ দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়নের অনেক সূচকে আমরা আজ প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে গেছি। এছাড়া তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা সমৃদ্ধ হলে বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হবে ও দেশ সমৃদ্ধ হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা বলেন, ‘কিভাবে নিজেকে গড়ে তোলা যায় বিশ্ববিদ্যালয়ের ও দেশের স্বার্থে সেদিকে সবসময়ে তোমাদেরকে সজাগ থাকতে হবে। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে আর্ন্তজাতিকীকরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তোমাদেরও নিজ নিজ শ্রেণিকক্ষে সেই মানের শিক্ষা গ্রহণ করতে হবে।’

আরও পড়ুন : জাবিতে বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন শীর্ষক সেমিনার

কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. কাজী আকতার হোসেন প্রমুখ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড