• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে উইমেন পিস ক্যাফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  বেরোবি প্রতিনিধি

১১ মার্চ ২০২০, ১০:১৯
বেরোবি
উইমেন পিস ক্যাফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উইমেন পিস ক্যাফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উইমেন পিস ক্যাফের অফিসকক্ষে কেক কাটার মাধ্যমে এদিনটি পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উইমেন পিচ ক্যাফের মেন্টর প্রধান সোহেলা মুসতারী।

তিনি বলেন, ‘আমরা মূলত মেয়েদের লিডারশিপ, সেলফ ডিফেন্স, সামাজিক সচেতনতামূলক বিষয়গুলো নিয়ে কাজ করি। আজকের এদিনে উইমেন পিস ক্যাফের শুভ সূচনা হয়। যারা এর সঙ্গে কাজ করেন তাদের জন্য আজ আনন্দের দিন।’

এ সময় উপস্থিত ছিলেন- উইমেন পিস ক্যাফের মেন্টর আলী সোহাগ, সভাপতি উম্মে কুলছুম মিতু, সহসভাপতি সাদিয়া সুলতান, সাধারণ সম্পাদক জেসমিন খাতুন, অ্যাডভাইজর মৌসি ও জিসা। এছাড়া সংগঠনটির মেন্টর ও ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ প্রকাশ

অনুষ্ঠান শেষে ভলান্টিয়ারদের মাঝে একটি করে সার্টিফিকেট ও পেন ড্রাইভ প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে উইমেন পিস ক্যাফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড