• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে ফটোকপির মূল্য নির্ধারণ করে দিল ডাকসু 

  ঢাবি প্রতিনিধি

১০ মার্চ ২০২০, ০৯:৪০
ঢাবি
ডাকসু ভবন (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সুবিধার জন্য ফটোকপি, প্রিন্ট ও স্পাইরালের মূল্য নির্ধারণ করে দিয়েছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (৯ মার্চ) বিকালে ফটোকপির দোকানদারদের সঙ্গে আলোচনা করে নতুন এ মূল্য নির্ধারণ করে ডাকসু। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর সদস্য তিলোত্তমা সিকদার।

এ ব্যাপারে তিনি জানান, সোনিয়া খান লিমা নামে ঢাবির এক শিক্ষার্থী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক ফেসবুক গ্রুপে অভিযোগ করেন কলাভবনের পাশে ফটোকপির দোকানে ফটোকপির মূল্য বেশি রাখা হচ্ছে। বিষয়টি ডাকসুর নজরে আসে। অভিযোগ এবং ফটোকপির মূল্য নির্ধারণ করতে আমি, ডাকসুর সদস্য ফরিদা পারভিন, রকিবুল ইসলাম ঐতিহ্য এবং মাহমুদুল হাসান দোকানদারদের সঙ্গে কথা বলি। পরে তাদের প্রতিনিধিদের সঙ্গে মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেউ বাড়তি মূল্য নিলে অভিযোগ দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : বিভাগ অনুমোদনের দাবিতে আন্দোলনে নামবেন শিক্ষকরাও

নতুন মূল্য অনুযায়ী- এখন থেকে ফটোকপি ১ টাকা, সাদা-কালো প্রিন্ট ২ টাকা, রঙ্গিন প্রিন্ট ৩ টাকা এবং স্পাইরাল বাবদ ২০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ মূল্য তালিকার বাইরে অতিরিক্ত টাকা রাখা হলে তার বিরুদ্ধে ডাকসুতে অভিযোগ করতে অনুরোধ জানানো হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড