• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল

  ডিসি প্রতিনিধি

০৮ মার্চ ২০২০, ২২:৪৩
ডিসি
ঢাকা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল (ছবি : দৈনিক অধিকার)

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) কলেজের শহীদ আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ মাহফিল হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মঈনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল কুদ্দুস শিকদার, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মো. ইদ্রিস হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান বলেন, প্রতিশোধ নয় ইসলাম মানবিকতা শিক্ষা দেয়৷ কাউকে আঘাত করা যাবে না, কারো প্রতি শত্রুভাবাপন্ন হওয়া যাবে না৷ মানুষকে বন্ধু ভেবে মানুষের পাশে দাঁড়াতে হবে৷ মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনের আদর্শকে নিজেদের জীবনে ধারণ হবে।

এর আগে, বার্ষিক মিলাদ মাহফিল উপলক্ষে নাতে রাসূল (স.) প্রতিযোগিতা, রচনা : রাষ্ট্রে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সহবস্থানে ইসলামের মদিনা সনদের ভূমিকা, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান, ইসলামি ক্যালিগ্রাফিসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন : নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলাম অনেক অগ্রসর : শিক্ষামন্ত্রী

পরে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ, ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সপরিবারে নিহতদের আত্মার মাগফেরাত ও ঢাকা কলেজের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও বিশেষ মুনাজাত করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড