• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নারী দিবসে ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি

  রাবি প্রতিনিধি

০৮ মার্চ ২০২০, ১৮:৪৮
রাবি
অধ্যাপক লায়লা আরজুমান বানু (ছবি : সংগৃহীত)

বিশ্ব নারী দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুকে পদ থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

রবিবার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত এক আদেশে তাকে এ অব্যাহতি দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অধ্যাপক লায়লা আরজুমান বানুকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ সেই পদে নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে ছাত্র উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘দুপুরে আমাকে উপাচার্যের দপ্তরে ডেকে অব্যাহতি নিতে বলা হয়। আমি অব্যাহতি নেব না জানিয়ে চলে আসি। পরে চিঠি দিয়ে জানানো হয়েছে, আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তার অফিস সহকারী আজম খান ফোন কল রিসিভ করেন। পরে তিনি জানান, রেজিস্ট্রার মিটিংয়ে আছেন।

আরও পড়ুন : জবি শিক্ষার্থী নাঈমকে বাঁচাতে এগিয়ে আসুন

এ ব্যাপারে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মোবাইলে কল করা হলে তার দুইটি নম্বরই বন্ধ পাওয়া যায়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড