• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্টেট ইউনিভার্সিটিতে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী’ শীর্ষক সেমিনার

  ক্যাম্পাস ডেস্ক

০৭ মার্চ ২০২০, ২২:৩৭
নারী
কেক কাটছেন অতিথিরা ( ছবি : সংগৃহীত)

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) ল্যাবএইড গ্রুপ ও এসইউবির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কলাবাগান ক্যাম্পাসে সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য পারিসা শামীম।

সেমিনারে বক্তারা বলেন, নারীর স্বাধীন ও সার্বভৌম ক্ষমতায়ন ব্যতীত সামাজিক অগ্রগতির ধারাকে কিছুতেই বেগবান করা সম্ভব নয়। আর সামাজিক অগ্রগতির ধারায় গতিশীলতা আনতে হলে প্রয়োজন নারীর অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা। যেটি পরিবার ও সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অবস্থানকে দৃঢ়ভিত্তির ওপর দাঁড়াতে সাহায্য করবে।

আরও পড়ুন : মানারাতে ল’ ফিয়েস্টা অনুষ্ঠিত

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য কৌশল বিভাগের অধ্যাপক ড. জয়নব আলী, এসইউবির জনস্বাস্থ্য অনুষদের ডিন অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমীন, সিপিডির গবেষণা পরিচালক ড. ফাহমিদা খাতুন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পাদক মিথিলা ফারজানা, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা প্রমুখ।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড