• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিকৃবিতে কৃষি অনুষদের এক যুগ উদযাপিত

  সিকৃবি প্রতিনিধি

০৬ মার্চ ২০২০, ১৫:৪২
সিকৃবি
বর্ণাঢ্য র‍্যালি (ছবি : সংগৃহীত)

‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। উপাচার্য ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে কৃষি অনুষদের সামনে এসে শেষ হয়।

উপাচার্য বলেন, ‘কৃষির উন্নয়নের ফলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষির আধুনিকায়নের মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই। আর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলাতে হলে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।’

এছাড়া বিকালে কৃষি অনুষদের বিভিন্ন বর্ষের সর্বোচ্চ নম্বরধারী ১২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে এগ্রিফেস্টিভ্যাল উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য মতিয়ার রহমান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মিটু চৌধুরী, প্রক্টর ড. সোহেল মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বই আটকে রেখে পিকনিকের চাঁদা আদায়

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড