• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সতিকসাসের উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদী কর্মশালা

  জিটিসি প্রতিনিধি

০৬ মার্চ ২০২০, ১৫:২২
সাংবাদিকতায় বুনিয়াদী কর্মশালা (ছবি : দৈনিক অধিকার)

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদী কর্মশালায় প্রশিক্ষণ নিয়েছে কলেজের প্রায় তিনশ শিক্ষার্থী।

শুক্রবার (৬ মার্চ) কলেজের বিজ্ঞান ভবনের ১২১৫ নম্বর কক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

এদিন সকালে এই কর্মশালার উদ্বোধন করেন দৈনিক জার্নালের সম্পাদক শাহজাহান সরদার।

এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- এটিএন বাংলার প্রতিনিধি মাইনুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মনিরা পারভিন, বিডিনিউজ২৪.কম এর সিনিয়র রিপোর্টার ওবায়দুর মাসুম, যুগান্তরের সহসম্পাদক জাকারিয়া বিন ইউসুফ।

সতিকসাস সভাপতি শামীম হোসেন শিশিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় কর্মশালায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন, দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ, শিক্ষক পরিষদ সম্পাদক মালেকা আক্তার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালার উদ্বোধন কালে শাহজাহান সরদার বলেন, ‘যারা সাংবাদিকতা করতে চান, তাদের লেগে থাকতে হবে। ধৈর্য ধরতে হবে। সাংবাদিকতা করতে হলে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। সঠিকভাবে সঠিক তথ্য তুলে ধরতে হবে।’

করোনার উদাহরণ তুলে তিনি বলেন, ‘এখন বিশ্বব্যাপী করোনার যে প্রভাব এ নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও সাংবাদিকদের অনেক বুঝে শুনে করতে হয়। ঘটনা যেমন, সেভাবেই তুলে ধরতে হবে। সময় মতো সব কাজ করাও ভালো। কোনো জায়গায় গেলে নির্দিষ্ট সময়ের আগে যাওয়া ভালো। আশার সময়ও কিছুক্ষণ বসে আশা ভালো। সাংবাদিকতায় নিষ্ঠা ও সততা থাকতে হবে। তাছাড়া সংবাদ প্রকাশের সময় যার বা যাদের বিরুদ্ধে অভিযোগ তার বা তাদের বক্তব্য নিতে হবে। সংবাদ অবশ্যই তথ্য বহুল হতে হবে। সাংবাদিকতায় তথ্য হলো মূল। তথ্য ছাড়া কোনোভাবেই সাংবাদিকতা করা যাবে না।’

এ সময় অধ্যক্ষ অধ্যাপক মো আশরাফ হোসেন বলেন, ‘আগামী দিনে যারা সাংবাদিকতা করতে চায় তাদের প্রতি আমার শুভকামনা থাকবে। পাশাপাশি সত্য সংবাদ প্রচার এবং মিথ্যা সংবাদ প্রচার না করার বিষয়টিও শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। যারা তিতুমীর কলেজের সাংবাদিকতা করে বা করতে চায়, তাদের সব ধরনের সহযোগিতা করব আমরা।’

আরও পড়ুন : বই আটকে রেখে পিকনিকের চাঁদা আদায়

এতে আরও উপস্থিত ছিলেন- স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তপন মাহমুদ, দৈনিক ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক ইমরান মাহফুজ, দৈনিক ঢাকা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক নিয়াজ মাহমুদ ও দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক দেলোয়ার হোসেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড