• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

  বেরোবি প্রতিনিধি

০৬ মার্চ ২০২০, ১০:০১
বেরোবি
মেয়েদের আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণের উদ্বোধন ( ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মেয়েদের আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ‘নারীর ক্ষমতায়ন ও নারী নিরাপত্তা’ প্রতিপাদ্যে এই কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের জেন্ডার ক্লাব।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দি হাঙ্গার প্রজেক্টের রংপুর রিজিওনাল কো-অর্ডিনেটর রাজেশ দে, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের যুগ্ম কো-অর্ডিনেটর ইভান চৌধুরী, প্রশিক্ষক বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাতীয় রেফারি ও কোচ সেনসি এবি বাবেল প্রমুখ।

এছাড়া জেন্ডার ক্লাবের সভাপতি রিতু রায় এবং সাধারণ সম্পাদক আরমান আরাফাত অনিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : রাবিতে ঘুরতে এসে মারধরের শিকার ইবি শিক্ষার্থী

আয়োজকরা জানান, সপ্তাহে একদিন সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীরা হয়ে উঠবে আত্মবিশ্বাসী এবং নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে সক্ষম হবে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড