• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের দাবি

  চবি প্রতিনিধি

০৫ মার্চ ২০২০, ২২:০২
চবি
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ( ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী উত্যক্তের অভিযোগে এক ছাত্রের ছাত্রত্ব বাতিল ও সনদ স্থগিতের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে দফায় দফায় প্রশাসনিক ভবন ও প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় প্রবীর ঘোষ মাস্টার্সের পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরে দুপুরে প্রক্টর কার্যালয়ে পৃথক ২টি অভিযোগ ও স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আসিফ হোসাইন বলেন, ‘প্রবীর ঘোষ ১ম বর্ষ থেকেই মেয়েদের উত্যক্ত করত। আমাদের বিভাগের এক আপুকেও সে উত্যক্ত করত। এজন্য আগেও তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷ র‍্যাগডেতে রাতে কাটাপাহাড় রাস্তায় এক মেয়ের শরীর স্পর্শ করে ও মুখে রঙ লাগায়। এ ঘটনার পর আমাদের বিভাগের অনেক মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। আমাদের দাবি তার ছাত্রত্ব বাতিল করতে হবে।’

বিভাগের আরেক শিক্ষার্থী মাহফুজুল হাসান জানান, প্রক্টর রবিবার পর্যন্ত সময় চেয়েছেন। আমরাও অপেক্ষা করব। সেদিন আমরা মানববন্ধনও করব। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আমরা আন্দোলন করব।

সহকারী প্রক্টর মরিয়ম লিজা বলেন, ‘অভিযোগ পেয়েছি। আমরা রবিবার সবকিছু বলতে পারব।’

আরও পড়ুন : মোদীর আগমনে আনন্দ মিছিল করবে মুক্তিযুদ্ধ মঞ্চ

উল্লেখ্য, অভিযুক্ত প্রবীর ঘোষ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড