• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হ্যান্ডবলের ফাইনালে গবি

  গবি প্রতিনিধি

০৫ মার্চ ২০২০, ২০:২৭
আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ
ড্যাফোডিল ও গণ বিশ্ববিদ্যালয়ের সেমিফাইনাল ম্যাচের একটি অংশ (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২০ এ নারীদের হ্যান্ডবলে ড্যাফোডিল ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গণ বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সেমিফাইনালে ১৪-৩ গোলে প্রতিদ্বন্দ্বী দলকে হারিয়েছে তারা। এর মাধ্যমে ফাইনালে নিজেদের অবস্থান ধরে রেখেছে দলটি।

প্রথম থেকেই আক্রমণ এবং পাল্টা আক্রমণে রোমাঞ্চকর খেলা উপহার দিতে থাকে দুই দলই। তবে প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে থাকে গণ বিশ্ববিদ্যালয়।

এরপর দ্বিতীয়ার্ধে গবির খেলোয়াড়রা দারুণ ছন্দে থাকলে ম্যাচটি আরও বেশি জমে ওঠে। একের পর এক গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে রুমা, ছন্দা, সাদিয়ারা। প্রথমার্ধের মতোই তেমন কোনো সুবিধা করতে পারেনি ড্যাফোডিল, মাত্র দুটি গোল করতে পেরেছে তারা। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। গবির পক্ষে রুমা ৪টি, ছন্দা ৩টি, নেহা ৩টি, সাবিনা ২টি, রওশন ও পিংকি ১টি করে গোল করেন।

আরও পড়ুন : রাবি স্কুলের সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

উল্লেখ্য, আগামী ১২ মার্চ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়। অন্যতম শক্তিশালী দল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোকাবেলা করবে তাদের।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড