• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবি স্কুলের সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

  রাবি প্রতিনিধি

০৫ মার্চ ২০২০, ১৮:৪৩
রাবি
সাময়িক বরখাস্ত হওয়া প্রভাষক দুরুল হুদা ( ছবি : সংগৃহীত)

ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মামলায় অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের প্রভাষক দুরুল হুদাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এবং স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আবুল হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক মো. দুরুল হুদা ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার হওয়ায় গত বছরের ২০ অক্টোবর থেকে তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবিকা নির্বাহ ভাতা প্রাপ্য হবেন।’

মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বরখাস্ত আদেশ কার্যকর থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গেল বছরের ২০ অক্টোবর দুরুল হুদার বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলার করেন ছাত্রীর মা। ওই রাতেই তিনি গ্রেফতার হন।

আরও পড়ুন : তারুণ্যের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

এছাড়া গণমাধ্যমে প্রকাশিত এক খবরের ওপর ভিত্তি করে করা এক রিটের রায়ে এ বছরের ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করতেও বলেন আদালত।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড