• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুজিববর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ ২০২০, ১৬:১১
জাতীয় বিশ্ববিদ্যালয়
মূল ক্যাম্পাসের আয়োজিত সংবাদ সম্মেলন (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৩ মার্চ) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ দেশব্যাপী অভিন্ন ব্যানারে আনন্দ র‌্যালি, আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ, স্বাধীনতা দিবসের আলোচনা সভা, ২টি স্মারক গ্রন্থ প্রকাশ, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, লোক বক্তৃতা, সেমিনার, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হবে।

তিনি আরও জানান, ২০২১ সালের জানুয়ারিতে মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মুজিববর্ষ সমাপনীতে শিক্ষক সমাবেশ আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন : মার্চেই প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ সম্পন্নের সম্ভাবনা

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরিচালক, জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম প্রমুখ।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড