• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গবিতে প্রথমবারের মতো আলোকচিত্র প্রদর্শনী

  গবি প্রতিনিধি

০৩ মার্চ ২০২০, ১৮:৪২
আলোকচিত্র প্রদর্শনী
গণ বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র দেখছেন শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথমবারের মতো আয়োজন করা হলো আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় নির্বাচিত মোট ৩০টি ছবি প্রদর্শন করা হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. দেলোয়ার হোসেন, গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিফ, ক্রীড়া সম্পাদক মাহতাবুর রহমান সবুজ, অর্থ সম্পাদক খাদিজাতুল সেতু এবং প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।

এ সময় উপ-উপাচার্য দেলোয়ার হোসেন বলেন, ‘আলোকচিত্র হচ্ছে মন ভালো করার একটা মাধ্যম। এর মাধ্যমে মানুষের মন ভালো করা যায়। আর মন ভালো থাকলে অনেক কাজই সহজ হয়ে যায়। তাই আলোকচিত্র প্রদর্শনীর এই আয়োজন অবশ্যই অনেক ভালো একটি উদ্যোগ।’

আরও পড়ুন : ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

গণ বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি তন্ময় নাথ বলেন, ‘আমরা আলোকচিত্রের মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে তুলে ধরতে চাই। গান, কবিতা, গল্প ইত্যাদির মাধ্যমে যেমন শিল্প সাহিত্যকে তুলে ধরা যায়, তেমনি আলোকচিত্রের মাধ্যমেও অনেক ভালো কিছু অর্জন করা সম্ভব। আর এই অর্জনের লক্ষ্যে সবাইকে মানসিকতার পরিবর্তনের মাধ্যমে নিজেকে আরও একবার পরিবর্তন হওয়ারও আহ্বান জানাচ্ছি।’

আলোচনা পর্ব শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড