• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউডায় ইনডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত  

  ক্যাম্পাস ডেস্ক

০২ মার্চ ২০২০, ২০:০১
ইউডা
শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রাম ( ছবি : সংগৃহীত)

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) এমবিএ ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইউনিপে ভবনে এই প্রোগ্রাম হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামের সহকারী পরিচালক, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ-হিল মুনতাকিম।

তিনি বলেন, ‘বিশ্বের বাজারে টিকে থাকার জন্য প্রযুক্তিগত শিক্ষার ওপর আমাদের গুরুত্ব দেওয়া উচিত। জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকবোধ সম্পন্ন ও সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে।’

এ সময় ড. এএইচ মুনতাকিম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমবিএ অ্যাকাডেমিক কার্যক্রমের ওপর পরামর্শমূলক আলোচনা করেন ।

এতে আরও উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন অনুষদের বিবিএ ও এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক আশিক আল আজিজ প্রমুখ।

আরও পড়ুন : ঢাবিতে সীমান্তে হত্যার প্রতিবাদে পতাকা উত্তোলন

এছাড়া অনুষ্ঠানে উৎসাহ যুগিয়েছেন ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান এবং উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরিফ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফফাত চৌধুরী, মাস্টার্স প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম ও প্রক্টর সহযোগী অধ্যাপক তপন কুমার বিশ্বাস।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড