• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধিভুক্তির পর ৭ কলেজে পড়াশোনার মান অনেক উন্নত হয়েছে : শিক্ষামন্ত্রী 

  জিটিসি প্রতিনিধি

০১ মার্চ ২০২০, ২০:৩১
জিটিসি
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত হওয়ার পর পড়াশোনার মান অনেক উন্নত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (১ মার্চ) বিকালে সরকারি তিতুমীর কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এইসব কলেজের শিক্ষার্থীরা পড়াশোনায় বেশি মনোযোগী। এর মধ্যে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় খুব ভালো ফল অর্জন করছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়ে শহীদরা এদেশ স্বাধীন করেছে। এখন আমাদের আর রক্ত দিতে হবে না। আমাদের যে যার অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে সততা-নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে।’

ডা. দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধু সততা-নিষ্ঠা ও সাহস দিয়ে দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন থেকে দীক্ষা নিয়ে সেভাবে দেশকে ভালোবাসতে হবে।’

এ সময় তিতুমীর কলেজ বর্ধিতকরণের জন্য কলেজের সাবেক শিক্ষার্থী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীকে নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘এই কলেজের শিক্ষার্থীদের বহুদিনের দাবি পাশের রাজউকের জমিতে কলেজ ক্যাম্পাস সম্প্রসারণ করা। কিন্তু জায়গাটি শিক্ষা মন্ত্রণালয়ের না। তাই আমি তেমন কিছু করতে পারছি না। তবে শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই, এই বিষয়টি নিয়ে বাণিজ্যমন্ত্রীকে নিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’

আরও পড়ুন : ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

কলেজের অধ্যক্ষ আশরাফ হোসেনের সভাপতিত্বে ঢাকা-১১ আসনের সাংসদ একেএম রহমত উল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু, ক্রীড়া উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ফয়েজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড