• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

  ইবি প্রতিনিধি

০১ মার্চ ২০২০, ১৭:৩৫
ইবি
প্রতিবাদী সমাবেশ (ছবি : দৈনিক অধিকার)

ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।

রবিবার (১ মার্চ) সকালে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের দলীয় ট্রেন্টের সামনে এই সমাবেশ করে তারা।

এতে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জিকে সাদিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নরুন্নবী সবুজসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের নাগরিকরা যৌক্তিক কিছু দাবি নিয়ে রাজপথে নেমে ছিল। কিন্তু এই বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্দোলনকারীদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে তা আড়াল করতে চাচ্ছে। এই বিজেপি সরকার ২০০৬ সালে গুজরাটে দাঙ্গা বাঁধিয়ে প্রায় ২০ হাজার মানুষ হত্যা করেছিল। এই বিজেপির নেতা অমিত শাহ বাবরি মসজিদের গুরুত্বপূর্ণ নিদর্শন ভাঙচুর চালিয়েছিল। হাইকোর্টের রায়ে সেখানে মন্দির হয়েছিলো কিন্তু এই অমিত শাহর বিচার হয়নি।

তারা আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা হয়েছে। এটা আমাদের জন্য ঘৃণা এবং ধিক্কারের বিষয়। ছাত্রসমাজ ঘোষণা দিয়েছে যেভাবে হোক নরেন্দ্র মোদীকে বাংলাদেশ আসলে প্রতিহত করা হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে কখনো আসতে দেওয়া হবে না বরং তাকে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত থাকবে।

আরও পড়ুন : দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড