• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে ‘বিজকেইস-২০২০’ সম্পর্কিত কর্মশালা

  জাককানইবি প্রতিনিধি

২৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:১১
জাককানইবি
জাককানইবিতে কর্মশালা (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘বিজকেস অ্যান্ড আর্ট অব পাবলিক স্পিকিং’ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই কর্মশালা হয়।

এতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. রফিকুল ইসলাম, একিউমেন একাডেমি বাংলাদেশের প্রশিক্ষক শাকিল আহমেদ, স্কিল হান্টের প্রতিষ্ঠাতা শাহরিয়া আহমেদ প্রমুখ।

কর্মশালায় বক্তারা বিজনেস কেইস, উদ্যোক্তা তৈরি ও বিকাশ নিয়ে তত্ত্বমূলক বিবরণ, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া পাবলিক স্পিকিংয়ের ওপর বিশেষ কর্মশালা পরিচালনা করে বিওয়াইএলসিএক্স দল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য তাহমিদ জামান ও তানিমা সুলতানা লিসা।

এতে জাককানইবির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আরও পড়ুন : জাবিতে ৬ দিন ব্যাপী নাট্যপার্বণ শুরু রবিবার

উল্লেখ্য, ‘আনবোল্ট ইওর বিজনেস’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে আগামী ১লা মার্চ শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন ‘বিজকেইস ২০২০’।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড